ছাত্রদলের মশাল মিছিলে পুলিশের গুলি, গ্রেফতার ৪

ছাত্রদলের মশাল মিছিলে পুলিশের গুলি, গ্রেফতার ৪

বিএনপি ঘোষিত হরতাল সমর্থনে বুধবার রাতে সিলেট নগরীর কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে মশাল মিছিল বের করে মহানগর ছাত্রদল।

বুধবার (২৯ নভেম্বর) রাতের ওই মশাল মিছিলে পুলিশের গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর নগরীর কুমারপাড়া এলাকা থেকে ছাত্রদলের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তখন তাদের কাছ থেকে ৬টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া ছাত্রনেতারা হলেন— মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, দক্ষিণ সুরমা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ, ছাত্রদল কর্মী ওয়াহিদ আহমদ ও রেদুয়ান আহমদ।

ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ছোঁড়া ইট-পাটকেলের আঘাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী, এসআই জুনেদ আহমদ ও কনস্টেবল মহিবুর রহমান আহত হন। তারা সরকারি গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নয় রাউন্ড শটগানের গুলি বর্ষণ করে। ঘটনার পর তাদের কাছ থেকে ৬টি ককটেল সদৃশ বস্ত ও ১২টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।