বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলো ইউসিএভি

বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলো ইউসিএভি

বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে যুদ্ধে ব্যবহার উপযোগী ড্রোন ‘আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যাল’, ইউসিএভি। 

সোমবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামের পতেঙ্গায় আর্মি এভিয়েশন গ্রুপের অধীনস্থ এভিয়েশন ফরোয়ার্ড বেসে এর অন্তর্ভুক্তি অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

আইএসপিআর জানায়, সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত এই আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যালগুলোর মাধ্যমে চলমান যে কোন অপারেশন পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব। এর ফলে বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশন পরিধি বাড়বে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই ইউসিএভি বিশেষ অবদান রাখবে।

অন্তর্ভুক্তি অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, অসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, বিদেশি কূটনৈতিক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।