বিএনপির ওপর নিপীড়ন বন্ধে বংলাদেশ সরকারকে যুক্তরাজ্যের চাপ

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশি অ্যাকশন

যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক স্টেট মিনিস্টার এবং লর্ড আহমেদ অফ উইম্বলডন তারিক মাহমুদ আহমেদ বলেছেন, বিএনপির ওপর নিপীড়ন বন্ধে বাংলাদেশ সরকারের প্রতি চাপ দিয়ে আসছে যুক্তরাজ্য। 

সোমবার (৪ নভেম্বর) যুক্তরাজ্যের সংসদে কনজারভেটিভ দলের সদস্য স্টুয়ার্ট জ্যাকসনের এক প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেন। 

তারিক মাহমুদ আহমেদ বলেন, ‘বাংলাদেশে সম্প্রতি মানবাধিকার কর্মীদের দণ্ড দেওয়া এবং সুশীল সমাজের স্থান সংকুচিত হওয়ার কারণে যুক্তরাজ্য উদ্বিগ্ন। যুক্তরাজ্যের কাছে মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ অগ্রাধিকার পাওয়া দেশ। যুক্তরাজ্য নিয়মিতভাবে বাংলাদেশ সরকারকে সরাসারি এবং জনপরিসরে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মানের গুরুত্ব তুলে ধরে আসছে।’

তিনি জানান, ‘অক্টোবরে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি এবং বাংলাদেশে মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি উত্থাপন করি।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ সুশীল সমাজ, সংবাদমাধ্যম এবং রাজনৈতিক বিরোধীদের হয়রানি ও তাদের ওপর নিপীড়ন বন্ধের জন্য চাপ দিয়ে আসছি।’