বিএনপির নতুন কর্মসূচি ঘোষনা

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদে আবারও দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। খবর ইউএনবির।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে ৩৬ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে দলটি।

এর মধ্য দিয়ে গত ৩১ অক্টোবর থেকে বিরোধী দলগুলোর এটি ১১ দফার অবরোধ কর্মসূচি।

রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

এছাড়া এ কর্মসূচি সফল করতে দেশবাসী, বিএনপিসহ বিরোধী দলের সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।

সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার বহনকারী যানবাহন এবং ওষুধ পরিবহনকারী যানবাহন অবরোধের আওতাবহির্ভূত থাকবে।

রিজভী বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতা-কর্মীদের মুক্তির জন্য নতুন করে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

তিনি আরও বলেন, অন্যান্য বিরোধী দল, যারা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে একযোগে আন্দোলন করে আসছে, তারাও একই ধরনের কর্মসূচি পালন করবে।

গত ২৯ অক্টোবর থেকে গত দেড় মাস ধরে ১০ দফায় দেশব্যাপী অবরোধ ও তিন দফায় হরতাল পালনের পর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।