বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশি তল্লাশি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে। 

বুধবার (১৩ডিসেম্বর) রাত ১০টা ৪০মিনিটের দিকে এ পুলিশি তল্লাশির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের ১৫ সদস্যের একটি টীম বুধবার দিবাগত রাত ১০টা ৪০মিনিটের দিকে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি চালায়। আগামীকাল ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অর্পণের জন্য এনে রাখা ফুলের তোড়াও নিয়ে যায়। শুধু তা ই নয়, সকালে যে কেউ চেয়ারপারসন কার্যালয়ে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলেও শাসিয়ে যায়।

প্রায় ১৫ মিনিটকাল অবস্থানের সময় কার্যালয়ের বিভিন্ন কক্ষ পুলিশ ভিডিও করে নেয় বলেও অভিযোগ করেন দিদার।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের লক্ষ্যে সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা দেয়ার কথা রয়েছে।

এসময় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ প্রবেশের ঘটনার সময় অফিস ষ্টাফরা উপস্থিত ছিলেন বলে জানান দিদার।