জাম্বিয়ায় খনিতে ধস, মাটির নিচে আটকা বহু শ্রমিক

জাম্বিয়ায় খনিতে ধস, মাটির নিচে আটকা বহু শ্রমিক

আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ জাম্বিয়ায় একটি খনি ধসে মাটির নিচে ৩০ জনেরও বেশি শ্রমিক আটকা পড়েছেন।

শুক্রবার (১ ডিসেম্বর) চিনগোলার একটি তামার মাইনে এ দুর্ঘটনা ঘটে। ওই অঞ্চলে অসংখ্য বৈধ-অবৈধ খনি রয়েছে। যেখানে ঝুঁকি নিয়ে কাজ করেন শ্রমিকরা।

জাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাক মুইয়ুমবু সংসদে খনিতে ধসের তথ্য জানান। তিনি বলেন, ‘আমি জাতিকে জানাচ্ছি চিনগোলায় একটি ট্র্যাজেডির মুখে পড়েছি আমরা। ধ্বংসস্তূপের নিচে ৩০ জনের বেশি শ্রমিক আটকা পড়ে আছেন।’ তবে খনি ধসের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

জাম্বিয়ার খনি মন্ত্রণালয় দুর্ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগে ওই অঞ্চলের তথ্য সংগ্রহ করবেন তারা।

চিনগোলা অঞ্চলটি জাম্বিয়ার রাজধানী লুসাকার ৪০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

বিশ্বের যতগুলো দেশ তামা উৎপাদন করে সেগুলোর মধ্যে অন্যতম হলো জাম্বিয়া। চিনগোলা দেশটির কপার-বেল্ট অঞ্চলের অন্তর্ভুক্ত।

জাম্বিয়ায় বিশ্বের সবচেয়ে বড় বড় উন্মুক্ত তামার খনিগুলো রয়েছে। এসব খনি থেকে মাটি তোলার কারণে পাশে যেসব বর্জ্য পাহাড়ের সৃষ্টি হয় সেগুলোর একেকটি ৩০০ ফুট উঁচুও হয়ে থাকে।

সূত্র: এএফপি