৮৮ কোটি টাকায় বিক্রি হলো মোবাইল ফোন নম্বর!

৮৮ কোটি টাকায় বিক্রি হলো মোবাইল ফোন নম্বর!

সৌদি আরবে ১০ সংখ্যার একটি মোবাইল ফোন নম্বর বিক্রি হয়েছে ৩ কোটি সৌদি রিয়ালে (বাংলাদেশি মুদ্রায় ৮৭ কোটি ৯৫ লাখ টাকা)।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গাল্ফ নিউজ জানিয়েছে, সম্প্রতি সৌদি টেলিকম কোম্পানি নিলামে প্রিমিয়াম এ সিমটি বিক্রি করেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ৮৮ কোটি টাকায় বিক্রি হওয়া মোবাইল ফোন নম্বরটি হলো ০৫০০০০৫৩৮৬। এত অর্থে একটি মোবাইল ফোনের নম্বর বিক্রি হওয়ায় এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বিতর্ক তৈরি হয়েছে। তবে এ নম্বরটি ব্যবহার করলে গ্রাহক কি সুবিধা পাবেন তা বিস্তারিত জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) ইয়াদ আল হামুদ নামের এক সৌদি অ্যাক্টিভিস্ট লেখেন, এমন কী আছে এ নম্বরটিতে যে এত দামে বিক্রি করতে হলো।

অনেক ব্যবহারকারী আবার বলেছেন, নম্বরটির শেষ চার সংখ্যায় সৌভাগ্য বা মানসিক শান্তিসহ আধ্যাত্মিক বিষয় রয়েছে।

আরেকজন ব্যবহারকারী লিখেছেন, এত অর্থ দিয়ে একটি টেলিকম কোম্পানি প্রতিষ্ঠা করা সম্ভব। এ নিয়ে সৌদি টেলিকমের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।